এপিকই সঠিক : ইলন মাস্ক

৩১ জুলাই, ২০২১ ২২:৫১  
প্রকাশ্যে এপিকের পক্ষ নিলেন টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক। গত বছর থেকে অ্যাপ স্টোর ফি নিয়ে এপিক ও অ্যাপলের মধ্যে চলা আইনী লড়াইয়ের বিষয়ে নিজের অবস্থান জানিয়েছেন তিনি। খবর এনডিটিভি। এক টুইটে ইলন মাস্ক বলেন, অ্যাপলের অ্যাপ স্টোর ফি ইন্টারনেটে ডি ফ্যাক্টো বৈশ্বিক কর হয়ে দাঁড়িয়েছে। এক্ষেত্রে এপিক ঠিকই বলছে। অ্যাপলের নির্ধারিত ফি এড়াতে এপিক তাদের ফোর্টনাইট গেমের জন্য নিজস্ব ইন-অ্যাপ লেনদেন প্রক্রিয়া নিয়ে আসে। এতেই অ্যাপলের সাথে এপিকের বিরোধ শুরু হয়। নিয়ম লঙ্ঘনের দায়ে অ্যাপ স্টোর থেকে ফোর্টনাইটকে মুছে ফেলে অ্যাপল। এরই ধারাবাহিকতায় উভয় পক্ষই আদালনের শরণাপন্ন হয়। মামলার অভিযোগে এপিক দাবি করে যে, অ্যাপল বাজারে নিজেদের আধিপত্যের সুযোগ নিচ্ছে। অবশ্য অ্যাপল তাদের অ্যাপ স্টোর ফি নিয়ে যুক্তি তুলে ধরছেন বরাবরই। এপিকের পাশাপাশি টেসলা প্রধানও মনে করেন, অনেকেই অ্যাপল পণ্য পছন্দ করেন। তবে আইফোন নির্মাতা প্রতিষ্ঠানটি অ্যাপ স্টোরের মাধ্যমে অতিরিক্ত খরচ নিচ্ছে। প্রায় কোনো কাজ না করেও ৩০ শতাংশ ফি রাখা অন্যায্য। অ্যাপল যদি ন্যায্য ফি নিতো তাহলে এপিক নিজেদের ইন-অ্যাপ পেমেন্ট সুবিধার কথা চিন্তাও করতো না। ডিবিটেক/বিএমটি